Stock Market Journal

দেশে দুটি পুঁজিবাজার কতটা বাস্তব সম্মত?

কথায় আছে- ‘জুতার মাপে পা নয় পায়ের মাপে জুতা।’আমাদের দেশে প্রায়ই কথাটি ভুল প্রমাণের চেষ্টা করা হয়। অনেক বিষয়ে বাস্তবতা মাথায় না রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। সঠিক পরিকল্পা কওে কাজ করা হয়না। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও অনেকটাএমনচিত্র দেখা যায়। দেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), অপর টিচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই কোম্পানি দুই খানে তালিকাভুক্ত। আবার একই শেয়ার দুই জায়গায়ই লেনদেন হয়, দুই রকম দরে। এমন অদ্ভুত বিষয় কেনো চলতে থাকবে, এর কোনো ব্যাখা আছে কিনা জানিনা।

পৃথিবী জুড়ে দেখা যায়, কোনো পদক্ষেপে ভুলত্রুটি থাকলে দ্রæত সেটি সারিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশ এক্ষেত্রে ব্যতিক্রম। যুগের পর যুগ চলে যায় ভুল হলে শোধরানোর উদ্যোগ নেওয়া হয়না। আমরা গণ মাধ্যম হিসেবেই কেবল খিলেই যেতে পারি। এছাড়া আমাদের করার কিছু নেই। যারা এর কর্তৃপক্ষ তারা যদি আমলে না নেন, তখন আর করার কিছুই থাকেনা। তাই আমরা সংশ্লিষ্টদের প্রতি দাবি করবো, তারা যেনো দেশের অর্থনীতির স্বার্থে বিষয়টি ভেবে দেখেন।