Stock Market Journal

দেশের স্বার্থে শেয়ারবাজার শক্তিশালী করতে হবে

দেশে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারে পতন হয়েছে। এর মধ্য দিয়ে রাজনীতি-অর্থনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যাশা রয়েছে মানুষের মধ্যে। মানুষের প্রত্যাশার মধ্যে রয়েছে শেয়ারবাজারও। এখানেও পরিবর্তন আনতে হবে। শুধু বিনিয়োগকারীদের কথা চিন্তা করেই নয়, দেশের স্বার্থেই পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে। এখানে অর্থনীতির বিকাশে একটি বড় চমক সৃষ্টি হতে পারে। এছাড়া উন্নতবিশ্ব দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারকে সমৃদ্ধ করতে পেরেছে। যে কারণে তাদের পুঁজিবাজার তাদের উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রতিটি উন্নত দেশই শেয়ারবাজারের ওপর অনেকখানিই নির্ভর করে। সেখানে আমরা পারবো না কেনো?

এখন সময় এসেছে পুঁজিবাজারকে শক্তিশালী করার। বিশেষ করে যারা অনিয়ম ও দুর্নীতির মধ্যে পুঁজিবাজারকে রেখে দিতে চায়, তাদেরকে আর সুযোগ দেওয়ার অবকাশ নেই। অতীতে এমন অনেক সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে লুটপাট করার জন্য। তাই তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এখন তাদেরকে ধরার সময় এসেছে। শাস্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তা আমরা বলবো দেশের স্বার্থে কতিপয় চক্রান্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর যাতে কেউ এমন সাহস দেখাতে না পারে।