Stock Market Journal

দেশের শিল্প বিনিয়োগে মোড় ঘুরিয়ে দিতে পারে শেয়ারবাজার

শিল্প বিনিয়োগে মোড় ঘুরিয়ে দিতে পারে শেয়ারবাজার। সেভাবে একে গড়ে তুলতে হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে শেয়ারবাজারে শেয়ার কারসাজি দূর করা সম্ভব। এমন ধরনের কথা আমরা বিভিন্ন সময় শুনে আসছি সংশ্লিষ্টদের পক্ষ থেকে। কিন্তু হলেও কাজ কেন হচ্ছে না, এর কোনো সদুত্তর নেই কোথাও। সবাই বলেই খালাস। কাজ করার লোক যেনো সোনার পাথরবাটি। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করবে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকও। আমরা আশা করবো তার কথার প্রতিফলন ঘটবে কাজে।

বিএসইসি কমিশনার আলী আকবর বলেন, শেয়ারবাজারে অনেকগুলো আইন রয়েছে। কমিশন অনেকদূর এগিয়েছে। আমরা এখন কেউ বলতে পারবো না যে, আমরা চাপে আছি। এমন পরিস্থিতিতে যার যার জয়গা থেকে শেয়ারবাজারকে এগিয়ে নিতে না পারি তাহলে সবার ব্যর্থতা হবে। এখন থেকে শেয়ারবাজার তার নিজের গতিতে চলবে।

আমরা তাদের কথায় আস্থা না রেখে পারি না। কারণ কাজটি তারাই করবেন। আমরা গণমাধ্যম হিসেবে নিজেদের মতামত তুলে ধরতে পারি। আক করার এখতিয়ার আমাদের নেই। তবে আমরা বলতে চাই, পুঁজিবাজারকে দেশ ও মানুষের স্বার্থে ভূমিকা রাখতে হবে। একটি পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে অনেক কিছু করার আছে। বিশেষ করে শিল্প বিনিয়োগে মোড় ঘুরিয়ে দিতে পারে শেয়ারবাজার। প্রয়োজন হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। তা হলে একটি পরিবর্তনের ধারা তৈরি হতে পারে।