Stock Market Journal

দেশের অর্থনীতি গতিশীল করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী পুঁজিবাজার : অর্থমন্ত্রী

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজিত “স্বাধীনতার সূবর্ণজয়ন্তী: বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের শেয়ারবাজারের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন- দেশের অর্থনীতি গতিশীল করার জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। এই পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করতে চাই। পুঁজিবাজারের উন্নতির স্বার্থে আমরা সবকিছু করতে প্রস্তুত।

সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন- আমরা ১০ বছর ধরে বন্ড মার্কেটের উন্নয়নের কথা বলে আসছি তবে কোন লাভ হয়নি। বর্তমান কমিশন বন্ড মার্কেটের উন্নয়নের দ্রুত কাজ শুরু করে দিয়েছে। যা শেয়ারবাজারের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভালো ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনতে হবে। তাহলে আমাদের শেয়ারবাজারে বোম্বে শেয়ারবাজারের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে।

এসএমজে/২৪/মি