Stock Market Journal

দেশবাসীকে বাঁচানোর স্বার্থে কঠোর আইন প্রয়োগ হোক

 

করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা থেকে দেশবাসীকে বাঁচানোর স্বার্থে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা উচিত। কারণ সবার আগে ভাবতে হবে মানুষের জীবন বাঁচানোর বিষয়টি। বিশ্বব্যাপী যে মহামারি দেখা দিয়েছে তার থোকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। দেশে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। এই বাস্তবতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে বড় ধরনের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে না। বিষেশ করে সামাজিক দূরত্ব মেনে চলাটা এ মুহূর্তে খুবই জরুরি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে  অনেক এলিকায় মানুষ সামাজিক দূরত্বের ক্ষেত্রে সরকারের দেয়া নির্দেশনা মানছেন না। এটি খুবই দুঃখজনক। এর ফলে দেশব্যাপী ভাইরাস সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে। এ কারণে সামাজিক দূরত্ব রক্ষায় দেশবাসীর জীবন বাঁচানোর স্বার্থে সরকারকে কঠোর হওয়া প্রয়োজন।  আমাদের ধারণা,  বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা উপলব্ধী করতে ব্যর্থ হচ্ছে কিছু কিছু লোক।  তাদের দায়িত্বহীনতার কারণে দেশবাসী বিপদে পড়তে পারে না। তাই এ বিষয়ে প্রয়োজনে সরকারের আরো কঠোর আইন প্রয়োগই কাম্য।