Stock Market Journal

দুষ্টচক্র থেকে পুঁজিবাজার মুক্ত করতে হবে

বর্তমান সময়ে একটি দেশের অর্থনীতির জন্য পুঁজিবাজার কতটা গুরুত্বপূর্ণ, সেটি হয়তো কারোই অজানা নয়। শিল্পায়নসহ সামগ্রিক দিক থেকে এই গুরুত্ব উপলব্ধি করতে না পারলে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়াটা স্বাভাবিক। পৃথিবীর অনেক উন্নত দেশে পুঁজিবাজারের গুরুত্ব বাড়াতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফলও তারা পাচ্ছে। কিন্তু এ দেশে সেভাবে সুফল পাওয়া এখনও হয়ে ওঠেনি।

পুঁজিবাজারের আকার বেড়েছে। তবে আশানুরূপ নয়। অর্থনীতির সঙ্গে মিল রেখে পুঁজিবাজার এখনও এগোতে পারছে না। এতে কেবল ব্যক্তি বিনিয়োগকারী নয়, গোটা অর্থনীতির মধ্যেই এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রভাব কাটিয়ে উঠতে হলে পুঁজিবাজার থেকে দুষ্টচক্র নির্মূল করতে হবে। এই কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি। একটি গণমাধ্যম হিসেবে আমরা বলেই যেতে পারি। কাজটি করা আমাদের পক্ষে সম্ভব নয়। পুঁজিবাজারের সব সংকট দূর করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে। এই কাজ করা তাদেরই দায়িত্ব। আর দায়িত্ব পালনে যদি তারা সৎ ও একাগ্র হন, তা হলে পুঁজিবাজারের সুদিন তাড়াতাড়ি সম্ভব। না হলে এটি অর্থনীতির জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না।