এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভূক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড উৎপাদনে থাকা এমিরেটস সিমেন্টস বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে বলে জানিয়েছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় নারায়ণগঞ্জে অবস্থিত কোম্পানির নিজস্ব কারখানায় ইজিএমাটি অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৮ জানুয়ারি নির্ধারণ করেছে।
গত ১৫ ডিসেম্বর উচ্চ আদালতে কোম্পানি দুইটি মার্জারের বিষয়টি অনুমোদন করা হয়।
এরআগে ৫ ডিসেম্বর শেয়ার ক্রয়ের চুক্তির শর্তে কোম্পানি দুইটিকে অধিগ্রহণ করেছে হাইডেলবার্গ সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট মিডলইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে প্রতিষ্ঠান দুটি কেনা হয়েছে। বর্তমানে কোম্পানি দুইটি হাইডেলবার্গ সিমেন্টের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি