নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারী লিমিটেড। কোম্পানিটি গত ৫ বছর যাবৎ কোনো ডিভিডেন্ড দেয় না। প্রায়ই আসছে গেইনারের তালিকায়। কখনও আবার দর বৃদ্ধি পেয়ে হচ্ছে হল্টেড। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানি দর বাড়ার মাধ্যমে দাপট দেখিয়ে চলছে পুঁজিবাজারে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটির ১ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার ১৪২ বার হাত বদল হয়। এর বাজার মূল্য ১৪ লাখ ১২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ২০ পয়সা।
নিচে বীচ হ্যাচারী লিমিটেডের বিবরণ তুলে ধরা হলোঃ-
কোম্পানির নাম | বীচ হ্যাচারী লিমিটেড |
খাত | খাদ্য ও আনুষঙ্গিক |
কোম্পানি লিস্টিং | ২০০২ |
ক্যাটাগরি | জেড |
ডিভিডেন্ড | ৫% স্টক (২০১৪) |
ঋণ | স্বল্প মেয়াদী ৩ কোটি ৯৫ লাখ |
দীর্ঘ মেয়াদী ১ কোটি ৫২ লাখ | |
অনুমোদিত মূলধন | ২০০ কোটি |
পরিশোধিত মূলধন | ৪১ কোটি ৪০ লাখ |
বাজার বিশেষজ্ঞের মতানুসারে এরকম একটা কোম্পানির হঠাৎ করে দর বেড়ে যাওয়া আবার কমে যাওয়া স্বাভাবিক লক্ষণ নয়। নিশ্চই কোন না কোনো কারসাজি চক্র এর পেছনে জড়িত।
(চলবে)