Stock Market Journal

দর বাড়ার শীর্ষ দশ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস্ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ৪৩৭ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৪৩৭ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ২ লাখ ৭৬ হাজার ৬৪৩টি শেয়ার ৩ হাজার ৭৯৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪ লাখ ৪৬ হাজার ২২৫ শেয়ার ৩ হাজার ৬৪৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেমিনী সী ফুড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪৩ হাজার ৭৭০টি শেয়ার ৮৬৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বীকন ফার্মাসিউটিক্যালসের ৮ শতাংশ, গ্রামীণফোনের ৭ দশমিক ৫২ শতাংশ, কে এন্ড কিউ-এর ৭ দশমিক ৪৫ শতাংশ, ওয়াটা ক্যামিক্যালের ৭ দশমিক ৪০ শতাংশ, খান ব্রাদারস্ পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৩ শতাংশ, স্টাইলক্রাফটের ৫ দশমিক ২৮ শতাংশ ও সিভিও পেট্রোক্যামিক্যালের ৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএমজে/২৪/বা