এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস্ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ৪৩৭ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৪৩৭ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ২ লাখ ৭৬ হাজার ৬৪৩টি শেয়ার ৩ হাজার ৭৯৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪ লাখ ৪৬ হাজার ২২৫ শেয়ার ৩ হাজার ৬৪৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেমিনী সী ফুড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪৩ হাজার ৭৭০টি শেয়ার ৮৬৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বীকন ফার্মাসিউটিক্যালসের ৮ শতাংশ, গ্রামীণফোনের ৭ দশমিক ৫২ শতাংশ, কে এন্ড কিউ-এর ৭ দশমিক ৪৫ শতাংশ, ওয়াটা ক্যামিক্যালের ৭ দশমিক ৪০ শতাংশ, খান ব্রাদারস্ পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৩ শতাংশ, স্টাইলক্রাফটের ৫ দশমিক ২৮ শতাংশ ও সিভিও পেট্রোক্যামিক্যালের ৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএমজে/২৪/বা