Stock Market Journal

দর বাড়ার শীর্ষ দশ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার। এ শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪৪ লাখ ৭৪ হাজার ২২৭টি শেয়ার ৬৬০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা পিপলস্ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৮ লাখ ৩৭ হাজার ৮১৭টি শেয়ার ৫৯১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬৪ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৫ লাখ ৫০ হাজার ১৯৭টি শেয়ার ২ হাজার ৮২৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ৬ দশমিক ২৮ শতাংশ রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি ৬ দশমিক ২৪ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৫ দশমিক ৯৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি ৫ দশমিক ৫৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৫ দশমিক ৫৩ শতাংশ, ফরচুন সুজ লিমিটেড ৫ দশমিক ৩৫ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির ৪ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/ঝি