Stock Market Journal

দর বাড়ার শীর্ষ দশ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার। এ শেয়ার সর্বশেষ ৫ দশমিক ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ৫ টাকা ৭০ দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১১ লাখ ৯৪ হাজার ৩৭৩টি শেয়ার ৪০৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬৭ লাখ ২৮ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১৫ লাখ ৭৯ হাজার ১১৭টি শেয়ার ১ হাজার ১৭৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ লাখ ৪৩ হাজার ৫৭০টি শেয়ার ১৩৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৭ লাখ ৫৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেড ৮ দশমিক ৯৯ শতাংশ সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৫৩ শতাংশ, ভিএসএফ থ্রেড ডাইং লিমিটেডের ৮ দশমিক ১০ শতাংশ, মাইডাস ফাইনান্সিং লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ, এমএল ডাইংয়ের ৭ দশমিক ৮৩ শতাংশ ও তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বাড়ে।
এসএমজে/২৪/ঝি