Stock Market Journal

দর বাড়ার কারণ জানে না স্টাইলক্রাফট

এসএমজে রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো কারণ (মূল্য সংবেদনশীল তথ্য) নেই। কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের ওই দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৯ সেপ্টেম্বর নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটি বুধবার জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দরে বেড়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৯ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ৮৮৭ টাকা। ১১ দিনের ব্যবধানে শেয়ারের দাম ১৩৫ টাকা ৮০ পয়সা বেড়েছে।

এদিকে কোম্পানিটির শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসই কর্তৃপক্ষকে এর পেছনে সঠিক কারণ কী তা খুঁজে বের করতে হবে। নয়তো কারসাজির ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/আর