Stock Market Journal

দর বাড়ছে লোকসানি কোম্পানির: শুধু নোটিশ দিয়েই দায় এড়ানো ঠিক হবে না

দীর্ঘ মন্দা অবস্থা কাটিয়ে পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরেছে। এই সুযোগে ধারাবাহিকভাবে পাল্লা দিয়ে বাড়ছে লোকসানি, উৎপাদনহীন ও স্বল্পমূলধণী কোম্পানির শেয়ার দর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত এক মাসে এমন ২০টি কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে। কিন্তু ২০টি কোম্পানির প্রত্যেকটিই শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে।

বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লোকসানি ও দুর্বল কোম্পানিগুলোর দর বাড়া বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির তৈরি করবে। তাই, শুধু দর বাড়ার কারণ জানতে নোটিশ দিয়েই স্টক এক্সচেঞ্জগুলোকে চুপ থাকলে হবে না। অতিদ্রুত অস্বাভাবিক দর বাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা জরুরি। জানা দরকার এর পেছনে কোন শক্তি কাজ করছে। কথায় আছে- ‘বিনা বাতাসে গাছের পাতা নড়ে না।’ এসব কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে নিশ্চয় কোনো না কোনো কারণ রয়েছে। যেভাবেই হোক সংশ্লিষ্টদের সেই কারণ খুঁজে বের করতে হবে। তা না হলে বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়বে।