Stock Market Journal

দর কমার শীর্ষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ১২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৬৪ লাখ ৬৯ হাজার ৭৫টি শেয়ার ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ। এটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১ লাখ ৫ হাজার ৪৪৪টি শেয়ার ৬৮ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা মুন্নু জুট স্টাফলারস লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৪৭১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ৬৭ হাজার ৬২৯টি শেয়ার ৪ হাজার ৪৯৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১০ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সায়হাম টেক্সটাইল মিলস্ ৫ দশমিক ১৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ১০ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ০৫ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেড ৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ দশমিক ৪৭ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেড ৪ দশমিক ৪০ শতাংশ ও ইস্টার্ন কেবলস লিমিটেডের ৪ দশমিক ২৩ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/ঝি