Stock Market Journal

দর কমার শীর্ষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলারস্ লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১৩৯৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৮৩ হাজার ৯৬৩টি শেয়ার ৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ০৯ শতাংশ। এটি সর্বশেষ ২৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩৪ হাজার ২৮২টি শেয়ার ২৪৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৮৩ লাখ ২৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর কমেছে ৩ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ১ হাজার ২১৩টি শেয়ার ৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আমরা টেকনোলোজিস লিমিটেড ৩ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেড ৩ দশমিক ৪৫ শতাংশ, অগ্নি সিস্টেম লিমিটেড ৩ দশমিক ৩৭ শতাংশ, সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড ৩ দশমিক ৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জস্ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ৩ দশমিক ০৭ শতাংশ, শাশা ডেনিম্ লিমিটেড ৩ দশমিক ০৫ শতাংশ ও সুরিদ লিমিটেডের ৩ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/ঝি