এসএমজে ডেস্ক
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৯৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৭ লাখ ৪৭ হাজার ৫৪২টি শেয়ার ৩ হাজার ১১৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১১ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬৭ শতাংশ। এটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৭৪৩টি শেয়ার ২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ১০ হাজার ৫১২টি শেয়ার ১৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেডের ৫ দশমিক ৫৬ শতাংশ, ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৫ দশমিক ১৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪ দশমিক ৯১ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ৪ দশমিক ৯০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড ৪ দশমিক ২৬ শতাংশ, মতিন স্পিনিং মিলস্ লিমিটেড ৪ দশমিক ১৪ শতাংশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৪ দশমিক ১২ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএমজে/২৪/রা