Stock Market Journal

দর কমার র্শীষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ২ লাখ ১৭ হাজার ৬৮০ শেয়ার ১৭৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৪ লাখ ৯৯ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা দ্যা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪১ শতাংশ। এটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪৮ হাজার ২৭৭টি শেয়ার ২৭ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৬ লাখ ৮১ হাজার ২৩৩টি শেয়ার ৫৪৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৯৫ লাখ ৪১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ডেলটা স্পিনারস লিমিটেডের ৪ শতাংশ, ইর্স্টান ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ৭৭ শতাংশ, মিঠুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৩ দশমিক ৩৭ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩১ শতাংশ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৮৪ শতাংশ ও হামিদ ফেব্রিকস্ লিমিটেডের ২ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/ঝি