এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ।
ছকে প্রান্তিকের বিবরণ দেওয়া হলো:
| কোম্পানির নাম | ইপিএস | এনএভি | এনওসিএফপিএস | |||
| ২০১৯ | ২০১৮ | মার্চ ২০২০ | জুন ২০১৯ | ২০২০ | ২০১৯ | |
| অ্যাপেক্স ফুডস | ৫.২৪ | ০.৬৫ | ১১৪.১০ | ১২৪.৩০ | ১১.৬৬ | ১৬.৪৫ | 
| অ্যাপেক্স স্পিনিং | ০.৬৭ | ০.৭৩ | ৫৪.০৭ | ৫৫.০৮ | ৯.০৯ | ১৪.৬৮ | 
| ইউনাইটেড পাওয়ার জেনারেশন | ২.৯৩ | ৪.৭২ | ৫৪.২৬ | ৫৭.০৯ | ১১.০৯ | ৯.৫৭ | 
| এসিআই লিমিটেড | ৫.২৯ | ৫.৫৫ | ১৩৮.৮৭ | ১৬৬.৯৮ | ৭.৯৫ | ৫৪.২০ | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি