Stock Market Journal

তিন হাজার কোটি টাকা পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা

তিন দিন পতন আর দুই দিন সূচকের উত্থানের মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। এই সপ্তাহে লেনদেন সূচক উভয়ই কমেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে হাজার ৮২৯ কোটি টাকা।

গত সপ্তাহে পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে। পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম, দ্বিতীয় তৃতীয় কর্মদিবসে পতনের মাধ্যমে লেনদেন হয়েছে। তবে চতুর্থ পঞ্চম কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে।

সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত ছিল ১৫২টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট কমে হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে হাজার ৪১৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক দাম কমায় গত সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) কমেছে হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা। আগের সপ্তাহে মূলধন বেড়েছিল হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা। বিষয়টি বিনিয়োগকারীদের জন্য কিছু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের বাজারে কী ঘটে তার ওপর নজর বিনিয়োগকারীদের।