এসএমজে ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশের মুনাফা বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটি ৯৪ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৩ সালের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৮৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে বার্জারের মুনাফা বেড়েছে ৯ কোটি টাকা বা ১১ শতাংশ।
কোম্পানিটি আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে। এর আগে গতকাল রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সায়। তাতে কোম্পানিটির উল্লেখিত তিন মাসে সব ধরনের খরচ বাদ দেওয়ার পর মুনাফার পরিমাণ দাঁড়ায় ৯৪ কোটি টাকায়। ২০২৩ সালের শেষ তিন মাসে (অক্টোবর–ডিসেম্বর) বার্জারের ইপিএস ছিল ১৮ টাকা ৩০ পয়সা। ওই তিন মাসে কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় ৮৫ কোটি টাকা।
এদিকে মুনাফা বৃদ্ধির খবরে আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম সামান্য বেড়েছে। এদিন লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২০ টাকায়। তবে এ সময়ে কোম্পানিটির খুব বেশি শেয়ারের হাতবদল হয়নি।
শেয়ারবাজারে দেশি–বিদেশি যতগুলো ভালো কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, তার মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ একটি। ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির মাত্র ৫ শতাংশ শেয়ার বাজারে রয়েছে। সর্বশেষ গত বছরের মার্চে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি শেয়ারধারীদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারধারীরা লভ্যাংশ পেয়েছেন ৫০ টাকা করে।