Stock Market Journal

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার , সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এটলাস বাংলাদেশ। ঢাকা স্টকএক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। রেকর্ড ডেট আগামী ৩ ডিমেম্বর ২০১৯। বার্ষিক সাধারণ সভা এজিএম ১৮ ডিসেম্বর সকাল ৯:৩০ মিনিটে। স্থান: কনফারেন্স হল, হোটেল নাজ গার্ডেন, সিলিমপুর, বগুরা।

আরো জানা যায়, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়াপ্রতি আয় (ইপিএস) হয়েছে  ০.৭৬ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৯৪ টাকা। মোট সম্পদ মূল্য  (এনএভি) হয়েছে২০.৩০ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৯.৫৪ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস)  হয়েছে ১.০৪ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.০১ টাকা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর ২০১৯। এর বার্ষিক সাধারণ সভা এজিএম ৩০ ডিসেম্বর বেলা ১১:৩০ মিনিটে। স্থান : হল পাটিও, গুলশান ক্লাব লিমিটেড, হাউজ নং-#এনডাব্লিউজে/২/এ, বীর উত্তম সুলতান  মুহাম্মদ  রোড, গুলশান ২, ঢাকা।

আরো জানা যায়, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৫১ টাকা। কোম্পানিটির মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৮৭ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৫.০৪ টাকা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.২৪ টাকা।

প্রকৌশল  খাতের  এটলাস বাংলাদেশ লিমিটেড ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।  রেকর্ড ডেট আগামী ২৪ নভেম্বর, ২০১৯। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর বিকাল ২:৩০ মিনিটে। স্থান : এবিএল ফ্যাক্টরী প্রিমিসেস অফ দ্যা কোম্পানি, ২৬৫-২৬৭ টঙ্গি এল/এ, গাজিপুর।

আরো জানা যায়, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১.১১ টাকা। মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩৩.০০ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৪৮.০০ টাকা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭০ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১.৪৬ টাকা।

এসএমজে/২৪/রা