Stock Market Journal

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

এসএমজে ডেস্ক
ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- বস্ত্র খাতের আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস, বীমা খাতের পপুলার লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আনলিমা ইয়ার্ন ডাইং, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (সিএনআর) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং ‘এসটি-২’। কোম্পানিটি ৩৩ জুন, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত এবং দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (সিএনআর) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ প্লাস’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএমজে/২৪/রা