Stock Market Journal

তালিকাভুক্ত, অতালিকাভুক্ত কোম্পানির সমান ভ্যাট কাম্য নয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আয়কর ২০ শতাংশ এবং ভ্যাট ১০ শতাংশ করার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে। তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়— এই দুই ধরনের কোম্পানিকে আলাদা হারে আয়কর দিতে হয়। তালিকাভুক্ত কোম্পানিকে দিতে হয় ২৫ শতাংশ আর অতালিকাভুক্ত কোম্পানিকে দিতে হয় ৩২ দশমিক ৫ শতাংশ আয়কর। তা–ও আবার ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ ও টোব্যাকো কোম্পানির ক্ষেত্রে এই পার্থক্য প্রযোজ্য নয়।

তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত উভয়ের ক্ষেত্রেই মূল্য সংযোজন করের (ভ্যাট) হার একই অর্থাৎ ১৫ শতাংশ। তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হওয়া উচিত ১০ শতাংশ। কর-ভ্যাটে আরও উৎসাহব্যঞ্জক পার্থক্য না থাকার কারণেই দেড় লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে তালিকাভুক্ত মাত্র ৩২৫টি।

এ ছাড়া মার্চেন্ট ব্যাংকের ওপর করহার ৩৭ দশমিক ৫ থেকে ২৫ শতাংশে নামানো, লেনদেনের ওপর কর দশমিক শূন্য ৫ শতাংশ থেকে দশমিক শূন্য ১৫ শতাংশ করা, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগের কর ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা বিষয়টি সংশ্লিষ্টদের কাছে গুরুত্ব পাচ্ছে। পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্তি উৎসাহিত করার ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে ভেবে দেখা দরকার। একই সঙ্গে পুঁজিবাজারে যাতে এর ইতিবাচক প্রভাব পড়ে সেটিও নিশ্চিত হওয়া প্রয়োজন।