Stock Market Journal

তারল্য সংকট কাটানোর পদক্ষেপ নিতে হবে

পুঁজিবাজারে এখন তারল্যসংকট চলছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের অনেকে এখন বাজারে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যার প্রভাব পড়েছে লেনদেন শেয়ারের দামে। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার কারসাজির ঘটনায় বেশ কিছু কারসাজিকারককে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক জরিমানা করেছে। এতে বড় বড় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ভর করেছে। কারণে ব্যক্তিশ্রেণির বড় বড় বিনিয়োগকারীদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে এটি সাময়িক।  

নিয়ন্ত্রক সংস্থা কারসাজিকারকদের বড় অঙ্কের জরিমানা করার মাধ্যমে একধরনের বার্তা দিতে চাচ্ছে। যাতে কারসাজিকারকেরা কোনো শেয়ার নিয়ে কারসাজির সাহস না পান। এতে কারসাজির ঘটনা কমলে তাতে দীর্ঘমেয়াদি ভালো বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগে আগ্রহী হবেন।

আরও যেসব বিষয়ে অনিয়ম রয়েছে সেসব নিয়েও সরব হওয়া প্রয়োজন। এটি করা গেলে পুঁজিবাজার লাভবান হবে। বর্তমান নিয়ন্ত্রক সংস্থা যদি সর্বস্তরের বিনিয়োগকারীদের মধ্যে আস্তা ফেরাতে পারে তা হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। দীর্ঘ দিন ধরে সব চেয়ে বড় সংকট হচ্ছে আস্থার সংকট। যে কারণে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে মুখ ফিরেয়ে নিয়েছে। এখন তাদেরকে বাজারে ফিরিয়ে আনতে হবে। তাই সে ধরনের পদক্ষেপ নিতে হবে।