দেশের পুঁজিবাজারে তারল্য সংকট রয়েছে। বিভিন্ন মহল থেকে জোরালোভাবে আলোচিত হচ্ছে এই সংকট নিয়েছ। এটি অস্বীকার করার উপায় নেই বাজার থেকে হাজার হাজার কোটি টাকা বের হয়ে গেছে। কারা কিভাবে এই টাকা বের করে নিল এই নিয়ে মতভেদ থাকলেও, টাকা যে বের হয়েছে, এই বিষয়ে সন্দেহ নেই। তারপরও বলা যায়, তারল্য সংকট অন্যতমও হলেও এটিই বাজারের একমাত্র সংকট নয়।
এই মূহূর্তে বাজারে টাকা ঢুকানো প্রয়োজন। আবার বাজারের আরো নানাবিধ দুর্বলতাও কাটানো দরকার। সবার আগে দরকার সুশাসন। বিশেষ করে কোম্পনিগুলোর জবাবদিহিতা। তারা পুঁজিবাজার থেকে আইপিও এবং রাইট শেয়ার মাধ্যমে টাকা উত্তোলন করেছে। এই টাকা অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর পরিশ্রমের তিলে তিলে সঞ্চয়ের টাকা। তারা দুর্নীতি বা অনিয়ম করে নয়, গায়ে-গতরে খেটে এসব টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। তারা আশা নিয়ে এখানে এসেছেন দুপয়সা আয় করার জন্য। সেই টাকা কোম্পানিগুলো কী করছে, সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা শক্তভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমরা পাঠক ও বিনিয়েকারীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই কথা বার বার বলার জন্য। সেটি হচ্ছে অনিয়মের শাস্তি শুধু জরিমানা নয় জেল হওয়া প্রয়োজন। তা না হলে সরকার বাজারে তহবিল দিল কিংবা নতুন করে বিনিয়োগকারীরা বিনিয়োগে এলো, কোনোটিই বাজারকে বিশ্বাসযোগ্য করতে পারবে না। এর পাশাপাশি কারসাজি অনিয়মও বন্ধ করার উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বাজারের ভিত্তি মজবুত করতে হলে চোরাগোপ্তা ফুটো বন্ধ হওয়া জরুরি। যাতে এর মধ্য দিয়ে অনিয়মতান্তিকভাবে বাজার থেকে টাকা বের হয়ে যেতে না পারে।