Stock Market Journal

ড্রাগন সোয়েটারের লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড। আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত ইম্পেরিয়াল কনভেনশন হলে কোম্পানিটির ২০তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা লভ্যাংশ ১০ শতাংশ বোনাস শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

গত অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ বোনাস শেয়ার ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবছর ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আগামী অর্থ বছরগুলোতে কোম্পানিটি নগদ লভ্যাংশ দেওয়ার জন্য বিনিয়োগকারীরা আহ্বান জানিয়েছেন।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থ্যাপনা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, কোম্পানির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, তাসনিয়া কামরুন আনিকা, শাফিয়া সোবহান চৌধুরী, মিসেস ফাজলুতুন নেসা ও কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/বা