Stock Market Journal

ড্রাগন সোয়েটারের রাইট শেয়ার ইস্যু প্রত্যাখ্যান করলো বিএসইসি

এসএমজে ডেস্ক:

পুজিঁবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার আ্যান্ড স্পিনিং মিলস্ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 গত ১০ মার্চ কোম্পানিটির ইস্যু ম্যানেজার ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে রাইট শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদন করে।

ইস্যুর বিষয়ে বিএসইসি একটি চিঠিতে জানায়, রাইট শেয়ার জারির জন্য কোম্পানির আবেদনের বিষয়টি কমিশনের বিবেচনা করার মতো অবস্থানে নেই।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৮ সালে ২০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস শেয়ার ইস্যুর কারণে কোম্পানির পরিশোধিত মূলধন বেড়ে যায়। এদিকে কোম্পানিটির রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডাররা কোনো সম্মতি জানায়নি।

ড্রাগন সোয়েটার দুই বছরের লভ্যাংশ এবং উপরোক্ত বিষয়ে কমিশনে কোনো তথ্য জমা দেয়নি। এমনকি কোনো সংশোধিত তথ্য কমিশনে জমা দেয়া হয়নি। ফলে কমিশন কোম্পানিটির রাইট শেয়ারের আবেদন বাতিল করেছে। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/মি