Stock Market Journal

ডুবন্ত পুঁজিবাজার টেনে তুলতে কতটা সক্ষম পাঁচ সদস্যের কমিটি?

ছোট-বড় সব বিনিয়োগকারীরই প্রত্যাশা ছিল নতুন বছরে বাংলাদেশের পুঁজিবাজার ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিন বাজারে বড় ধরনের ধস নামছে। এই অবস্থায় ফের রাস্তায় নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। গত সপ্তাহে মতিঝিলে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন তারা। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পাঁচ সদস্যের কমিটি করেছে সরকার। প্রশ্ন হচ্ছে- এই ডুবন্ত পুঁজিবাজার টেনে তুলতে কতটা সক্ষম হবে কমিটি?

বিভিন্ন সংকটকালে পুঁজিবাজারে কমিটি গঠনের বিষয়টি নতুন নয়। এর আগেও বহু ধরনের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বাজারে গুণগত পরিবর্তন খুব একটা আনতে পেরেছে বলে মনে হয় না। দেখা দরকার কাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, তারা কতটা সক্ষম। পদাধিকার বলে কমিটিতে স্থান পাওয়া আর প্রয়োজনীয় ব্যক্তিকে যুক্ত করার বিষয়টি এক নয়। ইতিমধ্যেই যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট দায়িত্বে থেকে বাজার উন্নয়নে তেমন কিছুই করতে পারনেনি, তাদের নিয়ে নতুন করে কমিটি করলে খুব একটা কার্যকর কিছু হবে বলে মনে হয় না। এ কারণে সমাজের বিভিন্ন জায়গায় থাকা যোগ্য, সৎ, দেশপ্রেমিক; পুঁজিবাজারে যাদের সংশ্লিষ্টতা প্রশ্নবিদ্ধ নয়, সে ধরনের ব্যক্তিকে কমিটিতে যুক্ত করা প্রয়োজন। তাহলে হয়তো দ্রুত পরিবর্তন সম্ভব।