Stock Market Journal

ডিভিডেন্ড পৌঁছাতে কালক্ষেপণ কেনো

গতিশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে না পারলে বর্তমান যুগে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। পৃথিবীর পরিবর্তনশীল বাস্তবতা আমাদের বুঝতে হবে। দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করতে না পারলে সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। পুঁজিবাজারে অনেক নিয়ম রয়েছে যেগুলোর দ্রুত সংস্কার বা পরিবর্তন জরুরি।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ বিনিয়োগকারীদের হাতে পৌঁছাতে অযথাই কালক্ষেপণ হয়। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। কোম্পানিগুলো প্রথমে বোর্ড সভা করে লভ্যাংশ সুপারিশ করে। এরপর আবার দীর্ঘসময় পরে এজিএম করে লভ্যাংশ অনুমোদন করা হয়। অনুমোদনের পরও বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পৌঁছতে আরো সময় নেয়া হয়। এ ধরনের নিয়ম বিশ্বের কোন দেশে আছে? কেনো আমরা এ ধরনের নিয়ম চালু রাখবো? এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে টেকসই উন্নত পুঁজিবাজারের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।