এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো:- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে । আগামী ২৯ জুন সকাল ১১ টা ৩০মিনিটে স্থান: ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি । আগামী ৬জুন ২০২১ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । আগামী ৩০ জুন ২০২১ সকাল ১১ টায় স্থান: ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি । আগামী ৩ জুন ২০২১ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । আগামী ৯ আগস্ট সকাল ১১ টা ৩০মিনিটে স্থান: ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি । আগামী ১০ জুন ২০২১ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/সা