এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ২০১৯, সমাপ্ত অর্থবছরের শেয়ার হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১১৩ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৯ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
৩১ মার্চ ২০২০, পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি- জুন ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা।
এদিকে নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর ২০২০) কোম্পানিটি সমন্বিতভাবে লোকসান দেখিয়েছে ১১ টাকা ৩৮ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা।
এছাড়াও (জুলাই-সেপ্টেম্বর ২০২০) তিন মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা