যখনই অনিয়ম কিংবা ব্যর্থতা, তখনই ব্যবস্থা নেওয়া হলে ভালো ফল পাওয়া যায়। এতে যেকোনো বিষয়ে স্বচ্ছতা তৈরি হয়। সম্প্রতি বিএসইসির একটি সিদ্ধান্ত ঘিরে এমন নজির দেখা গেলো।
সম্প্রতি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশেনের ৮৪৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমের বরাতে জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন লেনদেনে সেবা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ডিএসইর আইটি বিভাগকে ঢেলে সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজেদের আইটি বিভাগের কার্যক্রম নিয়ে ডিএসইর আগের কমিটিগুলো অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি ডিএসইর আইটি বিভাগের কারণে নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিটিওকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ অক্টোবর আইটি বিভাগের ব্যর্থতায় ডিএসইতে সকাল ১০টা ৫৮ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। তার ঠিক তিন কার্যদিবস পর ৩০ অক্টোবর নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। ওইদিন সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন শুরু হয়। বিষয়টি খাটো করে দেখার উপায় নেই। এর পেছনে কী কারণ রয়েছে সেটি পরিস্কার হওয়া দরকার। তাই বিএসইসির এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।