Stock Market Journal

ডিএসইর লেনদেনের ইতিহাস (২০০৪-২০১৯)

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দীর্ঘ্ ১৬ বছরে বিনিয়োগকারীরা দেখেছেন ২০১০ সালের ডিসেম্বরের ৫ তারিখের ৩২৪৯ কোটি টাকার লেনদেন ও ৮৯১৮ পয়েন্টে সূচক। আবার ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজারের ধস।

ছকের মাধ্যমে ওই সময়ের ডিএসইর লেনদেনের ইতিহাস তুলে ধরা হলো-

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জুন-২০০৪ ১১৮৫.৬৯১২২ ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার
০১-সেপ্টেম্বর-২০০৪ ১৫২৫.৬২৪৪৫ ৩২ কোটি ২৭ লাখ ১৯ হাজার
০১ ডিসেম্বর-২০০৪ ১৮৯৯.৩৭৩১৫ ৩৭ কোটি ৪০ লাখ ৬৮ হাজার

২০০৪ সালের জুনে ডিএসইর লেনদেন ছিল মাত্র ১৩ কোটি টাকা আর সেই বছর ডিসেম্বরে ডিএসইর লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছিল ৩৭ কোটি টাকা।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০০৫ ১৯৯৯.৭১৩৩৯ ৩৬ কোটি ৩৫ লাখ ১৭ হাজার
০১-মার্চ-২০০৫ ১৮৬৯.৯২১০৯ ৪৭ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার
০১-জুন-২০০৫ ১৬৫৩.২৫৬৩ ২১ কোটি ৬২ লাখ ৮ হাজার
০১-সেপ্টেম্বর-২০০৫ ১৬৩২.৩৩৭৯৮ ৩০ কোটি ২৮ লাখ ২১ হাজার
০৪-ডিসেম্বর-২০০৫ ১৬৭৩.২১৫২৮ ২৮ কোটি ৫৯ লাখ ৯ হাজার

২০০৫ সালের জানুয়ারীতে ডিএসইর লেনদেনের অবস্থা আগের মতো থাকলেও মার্চে লেনদেনের অবস্থা ছিল বেশ ভালোই। সেবছর মার্চে লেনদেন হয়েছিল প্রায় ৪৭ কোটি টাকা।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০০৬ ১৬৬৯.৭৯৫৫৭ ১৫ কোটি ১৩ লাখ ৪০ হাজার
০১-মার্চ-২০০৬ ১৫৫৪.৭৩৩২৮ ২০ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার
০১-জুন-২০০৬ ১৩৪৯.৭৫১৬৪ ১২ কোটি ২১ লাখ ৬১ হাজার
০৩-সেপ্টেম্বর-২০০৬ ১৫৮৮.২৩৫৫১ ৭৪ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার
০৪-ডিসেম্বর-২০০৬ ১৫৪৪.১৭৫৭৮ ২৭ কোটি ২১ লাখ ২ হাজার

২০০৬ সালের শুরুর দিকে ডিএসইর লেনদেনের পরিমাণ তেমন ভালো ছিল না। সেবছর জুনে লেনদেনের পরিমাণ কমে হয়েছিল ১২ কোটি। তবে সেপ্টেম্বরে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছিল ৭৪ কোটি টাকা।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০৩-জানুয়ারী-২০০৭ ১৫৮৩.০৮৬৪১ ৩২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার
০১-মার্চ-২০০৭ ১৭৯৪.০১৭৯৬ ৬৮ কোটি ১৫ লাখ ৪ হাজার
০৩-জুন-২০০৭ ২০০৭.০৪৮৮৬ ২০৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার
০২-সেপ্টেম্বর-২০০৭ ২৫১৬.৭২৪৪১ ১৮০ কোটি ৪১ লাখ ৫৩ হাজার
০২-ডিসেম্বর-২০০৭ ২৮৭৮.৭৪১০৩ ১৩৫ কোটি ১৯ লাখ ৩৬ হাজার

২০০৭ সাল ছিল দেশের শেয়ারবাজারের জন্য ভালো একটা সময়। বছরজুড়েই লেনদেনের পরিমাণ ও ডিএসই সূচকের পয়েন্ট উভয়ই ছিল উর্ধ্বমূখী। সেবছর সূচক ১৫০০ থেকে ২৮০০ পয়েন্টে গিয়ে দাঁড়ায় এবং লেনদেনের পরিমাণ ৩০ কোটি থেকে সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছিল ২০৬ কোটিতে। এরপর ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়তে থাকে।

এসএমজে/২৪/বা

ডিএসই লেনদেনের ইতিহাস পরের পর্বটি পড়তে (ক্লিক) করুন।

(চলবে)