Stock Market Journal

ডিএসইর লেনদেনের ইতিহাস (২০০৪-২০১৯)

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দীর্ঘ ১৬ বছরে বিনিয়োগকারীরা দেখেছেন ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩২৪৯ কোটি টাকার লেনদেন ও ৮৯১৮ পয়েন্টে সূচক। আবার ২০১০ ও ২০১১ সালের পুঁজিবাজারের মহাধস।

নিচের ছকে ডিএসইর লেনদেনের ইতিহাস তুলে ধরা হলো:-

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১৭ ৫০৮৩.৮৯২ ৯৯৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার
০১-মার্চ-২০১৭ ৫৫৯৭.২১৭ ৯৬১ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার
০১-জুন-২০১৭ ৫৪৩৮.৭০৫ ৫২৬ কোটি ৪ লাখ ১৮ হাজার
০৪-সেপ্টেম্বর-২০১৭ ৬০৩৮.৩৭৬ ৬৬৭ কোটি ৩৭ লাখ
০৩-ডিসেম্বর-২০১৭ ৬২৯৬.২ ৫৭৩ কোটি ৭৬ লাখ ১৯ হাজার

২০১৭ সালটা বাংলাদেশের শেয়ারবাজারের জন্য খুব ভালো একটচা সময় ছিল। সেবছর শুরুতে ডিএসইর মূল সূচক ছিল প্রায় ৫০০০ পয়েন্টে আর লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯০০ টাকা উপরে। তবে সময়র সাথে সাথে লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও মূল সূচকের অবস্থান প্রায় ১২০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৬২০০ পয়েন্টে কোঠায়।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১৮ ৬২৫৪.৪১৫ ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার
০১-মার্চ-২০১৮ ৫৮৭০.৮৩৪ ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার
০৩-জুন-২০১৮ ৫৩১৬.৯৬৬ ৪২৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার
০৩-সেপ্টেম্বর-২০১৮ ৫৫৯০.৪২২ ৭০৭ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার
০২-ডিসেম্বর-২০১৮ ৫২৯০.৭৬৮ ৫৭৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার

২০১৭ সালটা ভালো কাটলেও ২০১৮ সালটা ভালো কাটেনি ডিএসইর। সেবছর শুরুতে বাজারের মূল সূচকের অবস্থান ৬২০০ পয়েন্টের উপরে থাকলেও বছর শেষে সেই সূচক নেমে দাঁড়িয়েছিল প্রায় ৫২০০ পয়েন্টে, অর্থাৎ বছরসাপেক্ষে সূচক হারিয়েছে ১০০০ পয়েন্ট। তবে সেবছর লেনদেন ছিল মোটামুটি ভালোই। বছরজুড়ে লেনদেন ছিল ৩০০ থেকে ৭০০ কোটিতে।

তারিখ সূচকের অবস্থান লেনদেনের পরিমাণ
০১-জানুয়ারী-২০১৯ ৫৪৬৫.২৫৫ ৫৩৯ কোটি ১৭ লাখ ৪২ হাজার
০৩-মার্চ-২০১৯ ৫৭২৩.০৭৯ ৬৬২ কোটি ২৭ লাখ ৩২ হাজার
০৯-জুন-২০১৯ ৫৪০২.৯৬৮ ৩০৪ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার
০১-সেপ্টেম্বর-২০১৯ ৫০৭০.৬৮৫ ৩৩২ কোটি ৪০ লাখ ৮১ হাজার
০১-ডিসেম্বর-২০১৯ ৪৭৫৮.৮১১ ৫২১ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার

২০১৯ সালটা ছিল বাংলাদেশের শেয়ারবাজারের আরেকটি উল্লেখ্যযোগ্য বছর। এবছর শুরুতে ডিএসইর সূচকের অবস্থান খুব ভালো ছিল। মার্চ পর্যন্ত ডিএসইর সূচক ও লেনদেন দুটি ক্রমন্বয়ে বেড়েছিল। তবে বছর শেষে ব্যাপকভাবে কমতে থাকে সূচকের অবস্থান। ডিএসইর সূচক ৫৭০০ পয়েন্ট থেকে কমে দাড়ায় ৪৭০০ পয়েন্টে। এরপর থেকে এর অবস্থান আরো খারাপের দিকে যায়। তবে বছরজুড়ে লেনদেন ছিল ৩০০ কোটি থেকে ৬০০ টাকার মধ্যে।

এসএমজে/২৪/বা

ডিএসই লেনদেনের ইতিহাস আগের পর্বটি পড়তে (ক্লিক) করুন।