Stock Market Journal

ডিএসইর খাতভিত্তিক লেনদেনে লোকশানে বস্ত্র খাত

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খাতভিত্তিক লেনদেনে লোকশানে অবস্থান করছে বস্ত্র খাত। পুঁজিবাজারে অনেক বড় অবদান রয়েছে বস্ত্র খাতের কিন্তু লেনদেনে প্রতিনিয়ত লোকশানেই আছে সেক্টরটি। আজ ২৩ ডিসেম্বর, বুধবার ডিএসইর লেনদেনে সেক্টরটি ০.৮২% হ্রাস পেয়েছে। সেক্টরে থাকা ৫৬টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মাত্র ৪টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর।

এসএমজে/২৪/রা