Stock Market Journal

ডিএসইএক্স সূচক সমন্বয়: ২১ কোম্পানির অন্তর্ভুক্তি, বাদ পড়েছে ১৮টি

নিজস্ব প্রতিবেদক:

সমন্বয় করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স (DSEX)। সূচকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ টি কোম্পানি এবং পারফরম্যান্স খারাপ হওয়ায় বাদ পড়েছে ১৮টি কোম্পানি। কার্যকর হবে আগামি ১৯ জানুয়ারি। এই সমন্বয়ে ডিএসইএক্স সূচকে কোম্পানির সংখ্যা দাড়িঁয়েছে ২৮৫টি।

সূচকে অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, মুন্নু জুট স্টাফলার্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, স্কয়ার নিট কম্পোজিট, পিপলস ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মাসিউটিক্যালস, রানার অটোমোবাইলস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, নিউ লাইন ক্লোথিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অপরদিকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে- গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, এমআই সিমেন্ট, হাওয়া ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আইসিবি ইসলামিক ব্যাংক, মতিন স্পিনিং, গোল্ডেন সান, গ্লোবাল হেভি কেমিক্যাল, ডেল্টা স্পিনার্স, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, তু হাই নিটিং, মেঘনা কনডেন্সড মিল্ক এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা