Stock Market Journal

টানা পতন বিনিয়োগকারীদের শঙ্কা বাড়াবে

গত দুই সপ্তাহ ধরে প্রায় পতনে থাকা পুঁজিবাজার চলতি সপ্তাহের দুই কার্য দিবসও দরপতন দিয়ে পার করলো। সূচকের পাশাপাশি লেনদেন কমছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এভাবে টানা দরপতন অব্যাহত থাকলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা বাড়বে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো ও দীর্ঘ মেয়াদি করার বিষয় জোর দিতে হবে পুঁজিবাজারের নীতিীনর্ধারকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা খুবই প্রয়োজন। কারণ বাজারে শেয়ার বিক্রির ক্ষেত্রে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে বাজার অস্থির থাকার কারণে বিনিয়োগকারীদের মধ্যে একটু দর বাড়লেই শেয়ার ছেড়ে বের হয়ে আসার প্রবণা দেখা যাচ্ছে। এ সময় বাজারে সাপোর্ট বাড়ানো দরকার। বিশেষ তহবিল দিয়ে বাজারের উত্থান ঘটানো উচিত। তবে দেখা দরকার বাজার যেনো কেবল তহবিলনির্ভর হয়ে না পড়ে। আর সব সুযোগ সুবিধা কারসাজির মাধ্যমে কেউ হাতিয়ে নিতে না পারে সেটিও নিশ্চিত হওয়া প্রয়োজন। এছাড়া হুট করেই হাজার কোটি টাকার লেনদেন অর্ধেকে নেমে এসেছে। তাই লেনদেন সক্রিয়তা বাড়ানোর জন্যও পদক্ষেপ নেয়া দরকার।