Stock Market Journal

জিল বাংলা সুগারের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের জিলা বাংলা সুগার মিলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। স্বল্পমূলধনী এ কোম্পানিটির শেয়ার দর আকাশচুম্বি।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির নিট সম্পদ ও রিটেইন আর্নিংস ঋণাত্মক। কোম্পানিটি কয়েক বছর ধরে মুনাফা করতে পারছে না। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব না।

এছাড়া কোম্পানিটি কয়েক বছর ধরে পরিচালন আয় করতে পারছে না। যা গোয়িং কনসার্ন অনুযায়ি ভবিষ্যতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে।

উল্লেখ্য, জিল বাংলা সুগারের অধিকাংশ মালিকানা ও নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের অধীনে। ৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে সরকারের মালিকানা ৫১ শতাংশ।

কোম্পানিটি নিয়মিত লোকসানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা ঝুকিঁতে পরিণত হলেও শেয়ার দরে পিছিয়ে নেই। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটির বর্তমান মূল্য ১৫১.৬০ টাকায়।

এসএমজে/২৪/মি