Stock Market Journal

জরিমানায় অনিয়ম কমবে না, করাদণ্ডের বিধান হোক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি বিএসইসির ৭৫৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

আমরা একই কথা আগেও বহুবার লিখেছি। আবারও লিখতে হচ্ছে। জানি না আরও কতদিন হবে। দেশের পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে আমরা চুপ থাকতে পারি না। গণমাধ্যম হিসেবে কিছু বিষয় আমাদের দায় হয়ে ওঠে। পুঁজিবাজারে অনিয়মের শাস্তি জরিমানার বিষয়টিও তাই। আমরা মনে করি একশ টাকার অনিয়ম করে ১ টাকা জরিমানা করলে কিছুই আসে যায় না। অনিয়ম এতে বন্ধ হয় না বরং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহিত হয়। কারণ অনিয়মকারীদের লোভ থাকে মাত্রাছাড়া। এছড়া সামান্য টাকা জরিমানা দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। এভাবে তারা পার পেয়ে যান। এক্ষেত্রে যদি কারাদেণ্ডের বিধান থাকে তাহলে অনিয়মের লাগাম টানা সম্ভব হতে পারে। সুতরাং বিষয়টি আবারও ভেবে দেখার অনুরোধ করবো পুঁজিবাজারের নীতি নির্ধারকদের।