Stock Market Journal

জমি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু পলিমার

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের বোর্ড জমি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি নরসিংদী জেলার পলাশ উপজেলার কাওয়াদী এলাকায় ১০৩ ডেসিমিল জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি এই জমি বিক্রি করে দেশবন্ধু প্যাকেজিংয়ের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে চেয়েছিলো। বিষয়টি দেশবন্ধু পলিমারের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সাধারণ সভায় উপস্থাপন করা হয়।

কোম্পানিটি ঋণ নিস্পত্তি ও বন্ধক মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আলোচনা করেছে। সংশ্লিষ্ট ব্যাংকের সাথে বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি দেশবন্ধু পলিমার। কোম্পানিটির পরিচালনা পর্ষদ পূর্বোক্ত জমি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা