Stock Market Journal

জমি ইজারা নিবে পেনিনসুলা চিটাগং

এসএমজে ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ চট্টগ্রাম বন্দর এলাকায় ০.৩০ একর অতিরিক্ত জমি ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে ৩০ বছরের জন্য চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পেনিনসুলা চিটাগং লিমিটেডের ইউনিট-২ এর ফাইভ স্টার হোটেল পেনিনসুলা  এয়ারপোর্ট গার্ডেন প্রকল্পের জন্য বিদ্যমান এ জমি ইজারা নেওয়া হবে। ৩০ বছরের ইজারা চুক্তি ২০ বছর পর নবায়ন করা যাবে। মোট স্কয়ার ফিটের ভাড়া ১৩ হাজার ৬৮ টাকা। বার্ষিক ভাড়া দিকে হবে ১৭ লাভ ১০ হাজার টাকা এবং ভ্যাট ২ লাখ ৫৬ হাজার টাকা। ৫ বছর পর পর মোট ভাড়ার উপর ১০ শতাংশ বৃদ্ধি পাবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা