Stock Market Journal

জবাবদিহিতা নিশ্চিত হলে অনিয়ম কমবে

পুঁজিবাজারে জবাবদিহিতা নিশ্চিত হলে কমে আসবে অনিয়ম। আর অনিয়ম কমলে বাজারের অগ্রগতি দ্রুত বাড়বে। কারণ অনিয়ম জিইয়ে রেখে বাজারের উন্নয়ন সম্ভব নয়। এটি বার বার প্রমাণিত। অনেক সময় ভালো ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যায়। উপযুক্ত পদক্ষেপ নিতে না পারলে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠকে বেশ কয়েকটি পরামর্শ উঠে আসে। বর্তমান পুঁজিবাজারের নড়বড়ে অবস্থায় এসব পরামর্শ খুবই জরুরি। এখন দেখা দরকার, কতটা বাস্তবায়ন হয়। পাশাপাশি উদ্যোগ যাতে বাস্তবায়ন হয় সে দিকে লক্ষ্য রাখাও দরকার। এর হেরফের হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত হলে কাজের মধ্যে স্বচ্ছতা আসবে। এই অস্বচ্ছতা পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে বাজারের ভিত্তি মজবুত হয়। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। মনে রাখা প্রয়োজন, ভালো কাজ তখনই ভালো, যখন এর সুফল পাওয়া যায়। ব্যর্থ হলে মানুষ এটি গ্রহণ করে না। তখন মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। যা পুনরুদ্ধার করতে অনেক সময় লেগে যায়। এতে দেশ এবং মানুষের ক্ষতি হয়।