ছয় হাজার পয়েন্টের ঘরে সূচক মাত্র একদিনই স্থায়ী হলো। অর্থাৎ পরের দিনই সূচক নেমে এলো পাঁচ হাজারের ঘরে। গত রোববার ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট ছাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৬ হাজার ৮ পয়েন্টে।
এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার পয়েন্টের উপরে যায়। ওই দিন লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট।
গতকাল ওঠা-নামার মধ্য দিয়ে চলে ডিএসইর লেনদেন। দিন শেষে সূচক কমে ১৭ পয়েন্টের বেশি। এতে সূচকটি আবার পাঁচ হাজারের ঘরে নেমে আসে। এ সময় মাত্র ১৭ পয়েন্ট সূচক পতন হলেও দর পড়ে যায় দুই শতাধিক কোম্পানির শেয়ারের। একইসঙ্গে লেনদেনও নেমে আসে ১৭শ কোটি টাকার ঘরে।
সাধারণ বিনিয়োগকারীরসহ অনেক বাজার বিশ্লেষক মনে করেছিলেন, ডিএসই সূচক ছয় হাজার পয়েন্টের উপরেই থাকবে। কিন্তু সেটি হয়নি। একদিনেই চিত্র বদলে গেছে। এখন আগামী দিনগুলোতে সূচক কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার বিষয়।