Stock Market Journal

ছয় কোম্পানির আইপিও অনুমোদন: অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য গত ৩ মাসে ৬টি কোম্পানিকে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিচিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো-ওয়ালটন হাইটেক, মীর আখতার হোসেইন, অ্যাসোসিয়েট অক্সিজেন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ডোমিনোজ স্টিল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়াও বর্তমানে আরো ১২টি কোম্পানির আইপিও বিএসইসির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিএসইসির বরাতে গণমাধ্যগুলো এই খবর প্রকাশ করে। পুঁজিবাজারের বিকাশ ও সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নিয়মিত নতুন নতুন আইপিও অনুমোদন স্বাভাবিক ব্যাপার। তবে এ ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

আইপিওতে আসা কোম্পানিগুলোর ব্যবসায়িক সুনাম, দীর্ঘদিন ব্যবসার অভিজ্ঞতা রয়েছে এবং ভালো ব্যবসার ধারাবাহিকতায়ই কোম্পানিগুলোকে এক্ষেত্রে বাছাইয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অতীতে দেখা গেছে আইপিও অনুমোদনের ক্ষেত্রে এসব বিষয় সঠিকভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এর ফলে বাজারের সমৃদ্ধি না হয়ে উল্টো ক্ষতি হয়েছে। এসব কোম্পানিতে বিনিয়োগ করে হতাশ হয়েছেন বিনিয়োগকারারীরা। একইসঙ্গে পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এগুলো নিয়ে আমরা অনেক লেখালেখি করেছি। আশা করবো এখন সংশ্লিষ্টরা এসব বিষয় সঠিকভাবে গুরুত্ব দেবেন।