বর্তমানে ডাক্তার, নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টদের সুরক্ষা দেয়ার বিষয়টি দেশের জন্য অনিবার্য বাস্তবতা হিসেবে সামনে হাজির হয়েছে। ইতিমধ্যে করোনাভাইরাস সঙ্কটে জনগণকে চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। গত গত ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজের বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। গত ৭ এপ্রিল রাতে অস্বাভাবিক শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে সিলেট সদর হাসপাতালের করোনা সেন্টারে আইসোলেশনে নেওয়া হয়। পরদিন আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।কুর্মিটোলায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) ভোরে তিনি মারা যান। গণমাধ্যমে এ খবর প্রচার হয়। এতে চিকিৎসা সংশ্লিষ্টদের সুরক্ষার বিষয়টি আরো জোরালো হওয়ার দাবি রাখে।
এই দুর্যোগের সময় চিকিৎসা সংশ্লিষ্টদের ভূমিকার গুরুত্ব নতুন করে বুঝনোর দরকার হয় না। সুতরাং এক্ষত্রে সরকার দেশবাসীর সুরক্ষার কথা ভেবেই মনযোগ বাড়াবে, এমনটি আশা করা অমূলক নয়। একই সঙ্গে চিকিৎসা সংশ্লিষ্টরাও জাতির এ বিপদকালে সামর্থের সবটুকু দেবেন, এমনটিই প্রত্যাশা। এই অবস্থায় তারা বীরদর্পে মানুষের পাশে থাকবেন, দেশবাসীর মতো আমাদেরও প্রত্যাশা।