এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে আজ| এর মধ্যে রয়েছে বীমা খাতের দুই কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, বস্ত্র খাতের আর্গন ডেনিমস লিমিটেড এবং প্রকৌশল খাতের এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড|
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : রেটিং অনুসারে কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৭ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে | কোম্পানির এই রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)।
ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড : রেটিং অনুসারে কোম্পানিটির সত্ত্বা প্রদানের ক্ষমতা (সিপিএ) রেটিং হয়েছে “এএ-“। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে | কোম্পানির এই রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফোরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ।
আর্গন ডেনিমস লিমিটেড : রেটিং অনুসারে কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সেপ্টেম্বর ৩০,২০১৯ পর্যন্ত সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির এই রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফোরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ।
এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড : রেটিং অনুসারে কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৭ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির এই রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসএমজে/২৪/মিন