Stock Market Journal

চলে গেলেন ‘কাট-কপি-পেস্ট’-এর উদ্ভাবক

বিজ্ঞান ডেস্ক:

ব্যক্তিগত কম্পিউটারে বহুল ব্যবহৃত ‘কাট-কপি-পেস্ট’-এর উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী ল্যারি টেসলার মারা গেছেন। কিংবদন্তি এই প্রযুক্তিবিদ গত সোমবার মারা গেলেও গতকাল বুধবার জেরক্স কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যু সংবাদ জানানো হয়।

মৃত্যুকালে ল্যারি টেসলারের বয়স হয়েছিল ৭৪ বছর। হাতেগোনা যে কয়েকজন উদ্ভাবকের কারণে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার সহজ হয়েছে ল্যারি টেসলার তাদের অন্যতম।

১৯৬০ সালে যখন ল্যারি টেসলার সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন তখন কম্পিউটার মানুষের কাছে দুর্বোধ্য ছিল। তার “কাট-কপি-পেস্ট” ফাংশন আবিষ্কারের ফলে মানুষের কাছে কম্পিউটার শেখা সহজ হয়।

এই ফাংশন আবিষ্কার ছাড়াও ল্যারি টেসলারের আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন আবিষ্কার করেছিলেন সেটি হলো ‘কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস’ ফাংশন। বর্ণাঢ্য কর্মময় জীবনে ল্যারি টেসলার দীর্ঘ দিন কাজ করেছেন অ্যাপল, ইয়াহু, অ্যামাজন ও জেরক্সে। সূত্র: বিবিসি।

এসএমজে/২৪/বা