Stock Market Journal

গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রহিমা ফুডের চেয়ারম্যানের বিরুদ্ধে

এসএমজে ডেস্কঃ
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের চেয়ারম্যান এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত বিএসটিআইয়ের দায়ের করা এক মামলায় এই আদেশ দিয়েছেন।

বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট আশরাফ বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন এ’র মাত্রা কম।
এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

তিনি আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬।
এসএমজে/২৪/রা