Stock Market Journal

গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি ও এনবিআর

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোনকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)।

ডিএসই সূত্র জানায়, বিটিআরসি এবং এনবিআর থেকে পাঠানো শোকজ নোটিশ গত ৫ সেপ্টেম্বর গ্রহণ করেছে গ্রামীণফোন। এতে বলা হয় গ্রামীণফোনের কাছে বিটিআরসি ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং এনআরবি ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পাবে। আগামী ৩০ দিনের মধ্যে গ্রামীণফোনকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। না হলে গ্রামীণফোনের টুজির রিনিউ লাইসেন্স এবং থ্রিজি লাইসেন্সের কানেকশন বাতিল করা হবে।

বিটিআরসি এবং এনবিআর থেকে দেয়া শোকজ নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে।

এসএমজে/২৪