Stock Market Journal

গরিবের অ্যাম্বুলেন্স’ বানিয়ে কমনওয়েলথ পুরস্কার পেল বাংলাদেশি তরুণ ফয়সাল ইসলাম

সাস্থ্য ডেস্ক:

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গরিবের অ্যাম্বুলিন্স’ খ্যাত তিন চাকার বাহন বানিয়ে কমনওয়েলথ ইয়ং পারসন অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ২৪ বছর বয়সি তরুণ ফয়সাল ইসলাম। গত বুধবার এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে তাকে দেওয়া হচ্ছে- সম্মাননা ক্রেস্টসহ সাত হাজার মার্কিন ডলার। তার সেফহুইল নামে প্রকল্পের জন্য এ পুরস্কার পান তিনি।

জানা যায়, ২০১৬ সালে অ্যাম্বুলেন্স না পেয়ে বিনাচিকিৎসায় মারা যান ফয়সালের এক চাচা । এর পর ফয়সাল ও তার দুই বন্ধু রফিকুল ইসলাম (২৬) ও আনাস মল্লিককে (২৫) নিয়ে শুরু করেন তিন চাকার এই কম দামের অ্যাম্বুলেন্স প্রকল্প।

গ্রামীণ সড়কে সহজে চলাচল করতে ২০১৯ সালে প্রথম তাদের এ সেবামূলক প্রকল্প শুরু করে। এর  বাহনে খরচও অনেক কম তাই একে গরিবের অ্যাম্বুলিন্স নাম দেয়।এটি মূলত একটি তিন চাকার অটোরিকশাকে বিশেষভাবে তৈরি করা অ্যাম্বুলেন্স।

গত বছর করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ রাখার পর গত মাস থেকে আবারও চালু হয়েছে সেফহুইলের সেবা।

২০১৯ সালে নওগাঁয় ১০টি অ্যাম্বুলেন্স দিয়ে পাইলট প্রকল্প চালু হয়। এ সময় এক হাজার গ্রামবাসীকে এ সেবা দেওয়া হয়।

এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এ কারণে সারা দেশে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ সেবা পৌঁছে দিতে এ প্রকল্প নিয়ে এগিয়ে যান তিন তরুণ। বর্তমানে ফেনীর শতাধিক গ্রামে এ সেবা চালু আছে।

এসএমজে/২৪/মি